চুল কালো করে ও সুনিদ্রড়া আনে
মানুষের সৌন্দর্য্য বৃদ্ধির ক্ষেত্রে চুল অপরিহার্য্য ৷ চুলের আয়ুষ্কাল সাধারণত ছয় মাস ৷
তাই প্রতিনিয়ত চুল ঝড়ে পড়ে এবং গজাতে থাকে ৷ চুলের পুষ্টিহীনতা ও পেটের
গোলযোগের কারণে চুল অকালে ঝরে যায়, চুল সাদা হয়ে যায়, মাথা গরম থাকে,
অনিদ্রায় ভুগে ৷ সেক্ষেত্রে সৃজন ভৃঙ্গৰাজ তেল একটি আদর্শ হেয়ার টনিক ৷ সৃজন
ভৃঙ্গরাজ আমলকী ও মেহেদী পাতায় জলীয় নির্যাসের সুষম মিশ্রনে তৈরী যা চুলের
গোড়া শক্ত করে, চুলের কালো রং সৃদীর্যায়িত করে এবং কেশ বর্ধনের জন্য অত্যন্ত
কার্যকরী হার্বাল হেয়ার টনিক ৷
উপাদানঃ
ইউনানী নাম ‘ বৈজ্ঞানিক নাম প্রতি ১০০ মিলিতে আছে
আবে ভাঙ্গরা সবুজ EcliptaAlba ২০মি. গ্রাম
আরে আমলা সবৃজ Emb1ica Officinalis ২০মি. গ্রাম
আবে বর্গে হেনা সবুজ Lawsnia Inermis ২০মি. গ্রাম
সুম্বুলূত ভীব Valeriana Officinalis ৫মি. গ্রাম
যরস্বাদ Curcuma Zedoaria ৫মি. গ্রাম
অন্যান্য উপাদান পরিমাণ মত।
কার্যকারিতাঃ চুলের পােড়া শক্ত করে চুল পড়া ও চুলের অকালপক্কতা রোধে কার্যকর ৷
চুলকে করে কৃষ্ণ কালো ও লম্বা, নতুন চুল গজায়, মাথার খুশকী দূর করে,
মাথা ঠান্ডা করে, সুনিদ্রা আনয়ন করে ৷ মেধা ও স্মরণ শক্তি বৃদ্ধি করে ৷
মাত্রাঃ প্রয়োজন মত মাথার তালুতে প্ৰলেপ দিন ৷
পার্শ্ব প্রতিক্রিয়াঃ কোন বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
পরিবেশনাঃ ১০০ মিলি ও ২০০ মিলি পেট বোতলে।