EN

ফেরো –ডি

রক্ত উৎপাদক বলকারক ক্ষুধা বর্ধক

ফেরো-ডি এর মূল উপাদান ফেরাস সালফেট, আরক গোলাপ ও আরক বাদিয়ান ৷ অন্য যে

কোন আয়রণ সিরাপ থেকে এটি ভিন্ন স্বাদে ও ভিন্ন আমেজে তৈরী ৷ এটি সেবন করলে

কোষ্ঠবদ্ধতা দেখা দেয়না । রক্ত উৎপাদন করার মাধ্যমে শরীরে শক্তি যােগায়, রুচি বৃদ্ধি

করে ৷ ফেরো-ডি রক্ত শুন্যতা ও গর্ত অবস্থায় আয়রণের  অভাব দূর করতে অদ্বিতীয় ৷

উপাদানঃ

ইঊনানী নাম                                  বৈজ্ঞানিক নাম                            প্রতি ৫ মিলিতে আছে

আরক বাদিয়ান                                Aqw. Foeniculum Vulgare              ৩.০০ মি…লি

আরক গুলাব                                   Aqw. Rosa Damascena                     ১.০০ মি…লি

হীরাকসীস                                        Ferrous Sulphate B.P                       ১.২৫ মি..গ্রাম

অন্যান্য উপাদান পরিমাণ মত।

কার্যকারিতাঃ             রক্ত স্বল্পতা, ক্ষুধামন্দা, রক্তে লোহিতকনিকার অভাব, গর্ভাবস্থায় লৌহ

ঘাটতিজনিত অপুষ্টি ও যকৃতের দৃর্বলতায় কার্যকর।

সেবন বিধিঃ              প্রাপ্ত বয়স্ক – ২ চা চামচ দিনে ২-৩ বার আহারের পর সেবা ৷

অপ্রাপ্ত বয়স্ক – ১ চা চামচ দিনে ২-৩ বার আহারের পর সেব্য ৷

পার্শ্ব প্রতিক্রিয়াঃ      ফেরো-ডি অধিক মাত্রায় সেবন করলে কোষ্ঠবদ্ধতা দেখা দিতে পারে ।

পরিবেশনাঃ             ১০০ মিলি, ২০০ মিলি ও ৪ ৫০ মিলি ফুড গ্রেড এম্বার কালারড পেট  বোতলে ৷

k Fero-D     রক্তের লোহিত কনিকা (REC) উৎপন্ন করার মাধ্যমে রক্ত শূন্যতা দূর করে।

k Fero-D    ক্ষুধা বৃদ্ধি করে এবং Liver এর দূর্বলতা দূর করে।

k Fero-D     অন্যান্য Iron Syrup এর মত সেবনে কনষ্টিপেশান (কোষ্ঠবদ্ধতা) সৃষ্টি করে না ।